সবকিছুই দুর্ভাগ্যক্রমে ঘটে – সন্তোষ উৎসুক
সবকিছুই দুর্ভাগ্যক্রমে ঘটে সন্তোষ উৎসুক তিনি আরামদায়ক বাসস্থানে সারা রাত আরামে ঘুমানোর পর সকালে ঘুম থেকে উঠেন। ব্যক্তিগত স্বাস্থ্য ব্যবস্থাপকের দেওয়া পানীয় পান করে বাগানে হাঁটেন। প্রকৃতির সাথে যোগাযোগ করার সময় যোগব্যায়াম করেন। স্নান সেরে ভগবানের পূজা ও তাজা ফলের রস পান করেন। বৈঠকে এসে তিনি আজ প্রথম বক্তব্য দেন, ‘দুর্ভাগ্যবশত সমাজে ভদ্রতার অবনতি ঘটেছে।’ একভাবে তিনি বলেন, বাজারে দুর্ভাগ্যের অনুভূতি বাড়ছে। অন্যের দুর্ভাগ্যের কারণে তাদের সৌভাগ্য যে তাদের মনে হয় না সেটা ভিন্ন কথা। এখন নম্রতাও দুর্ভাগ্যকে সমর্থন…