অর্থ থেকে সুখ – সন্তোষ উৎসুক
অর্থ থেকে সুখ সন্তোষ উৎসুক যুগ যুগ ধরে আমরা শুনে আসছি, পড়ছি, লিখছি এবং বলে আসছি যে টাকা দিয়ে সুখ কেনা যায় না। এই ক্রিয়াপদ ‘দেখতে’ অন্তর্ভুক্ত করে না। সবাই সত্য দেখতে পারেন যে অর্থ খুবই গুরুত্বপূর্ণ। যার কাছে টাকা কম বা নেই তাকে বলতে হবে টাকা সুখ আনে না বা টাকা সুখ কিনতে পারে না। কিন্তু যার সম্পদ আছে সে বলতেও ভুলবে না যে টাকা দিয়ে সুখ কেনা যায় না। সেই টাকা থেকে আরও বেশি অর্থ উপার্জনের চেষ্টা…