স্বাতী ধরের কবিতা

স্বাতী ধরের কবিতা

মণিকোঠা

স্বাতী ধর

রাতজাগা পাখি ডেকে যায় ইদানীং আমার ঘরে
সে ডাক শুনি কেবল,
পাখি খুঁজে পাই না।
মা’র কথা শুনি কেবল,
রাত জেগো না শরীর খারাপ করবে।
মাকে খুঁজে পাই না।
জানালার ওপার থেকে
স্নেহদৃষ্টি নিয়ে চেয়ে থাকেন বাবা।
বাবাকে খুঁজে পাই না।

সব হারিয়ে যায়, এসব হারায় না

মণিকোঠা তৈরি হয় অন্তরে