ভারত থেকে রেলে চড়ে বিদেশ ভ্রমণ: নেপাল — সদানন্দ সিংহ
ভারত থেকে রেলে চড়ে বিদেশ ভ্রমণ: নেপাল সদানন্দ সিংহ রেল ভ্রমণ সবার সাধ্যের মধ্যে, খরচ খুবই কম। এই রেলে চড়েই আপনি এখন বিদেশে নেপাল ভ্রমণে যেতে পারেন। নেপালের ২০১১ সালের জনগণনা অনুযায়ী ৮১.৩% হিন্দু। তাই এখানে প্রচুর মন্দিরের ছড়াছড়ি। আপনি এখন পরিবার সহ রেলে করে যখন খুশি নেপালে যেতে পারেন। ২ এপ্রিল, ২০২২ সালে প্রথম ভারত-নেপাল রেল পতাকাবাহী রেল চালু হয়েছিল। ট্রেনটি বিহারের মধুবনী জেলায় অবস্থিত জয়নগর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায় এবং নেপালের জনকপুরের কুর্থায় যাত্রা শেষ করে।…