কিশলয় গুপ্তের কবিতা
জন্মদিনের কবিতা কিশলয় গুপ্ত বুকের বামদিকে হাত দিয়ে দেখি শুধু ক্ষত আর ক্ষত! ঘুম থেকে জেগে উঠে তাই ভাবি না জন্মালেই ভালো হ’ত। পায়ে পায়ে দিন চলেছে বৃথা কাজে কিছুতেই ছাড়ে না পিছুটান! মরা চামড়ায় শুধু আরশোলা-দল, গায় তারা উপহাস গান। চারদিকে- যতদূর চোখ যায় দেখি ভুরি ভুরি পড়ে আছে ঋণ! হে পরম শক্তিমান আপনিই বলুন এ আবার কেমন জন্মদিন? আড়মোড়া ভাঙ্গে এই বুকে অবিরত শুধু ক্ষত আর ক্ষত!









