আবদুল হকের কবিতা

একই রকম

আবদুল হক

সবকিছু লুটপাট হয়ে গেলে
তুমি ভিন্ন কোন অবসরে গেও গান
অচিন কোন সুরে
যেন জেগে ওঠে মৃত প্রাণ

সবকিছু সৎকার হয়ে গেলেও
কিছু বাকী রয়ে যায়
উদ্বাস্তু জীবনের প্রেম খুঁটে নেয়
সম্ভাবনার দোলাচল
প্রেম ফিরে আসে তার ক্রমাগত স্বাভাবিকতায়

প্রথাগত সুখ স্বপ্নের পর্দা সরিয়ে
ঢুকে পড়ো হাট খোলা দরজার ভেতর
দেখবে তোমার জন্য অপেক্ষায়
অজস্র মৌমাছির দল