উদয় শংকর দুুর্জয়ের কবিতা

তবু সে পার হবে না স্মৃতিভষ্ম ভুলে

উদয় শংকর দুর্জয়

মাঝিনী কার জন্য ভরাট চোখের কাজল ধুয়ে কাজলাদীঘি সমুদ্র হয়
কার জন্য ভুল দ্রাঘিমায় পা টিপে নামলে জলে ঢেউ এসে ছুঁয়ে যায়।

কার জন্য রোদ্দুর মাখা রাত্রি সব বাড়ি ফিরে গেলে কোলাহলে
আঁচল ছিঁড়েখুঁড়ে টুকরো করছো ঝুল বারান্দায় আনমনে বিহ্বলে।

কার জন্য ধুলো পথ গাছালি মন দেহ প্রাণ স্মৃতির বাজনা বাজায়
জলপথ পাখালি রথ বন বিহারি ঢেউ তুলে আকাশ বাতাস কাঁপায়।

কার জন্য উজ্জ্বল প্লেন সমুদ্রযান উড়িয়ে আনো সৈকতহীন জলে
পার হবে না জেনেও আত্মা তোমার অপেক্ষার শিখায় আগুন জ্বালে।