রুমা ঢ্যাং অধিকারীর কবিতা
ঐশীক্রম রুমা ঢ্যাং অধিকারী হলুদ ভাটিখানা উলটে ভোরের পাখি শুরু করেছে ওড়া কখনো ছোট ছোট হাত তুলে নিয়েছে শাড়ি কখনো দরিয়ার খোঁজে একটু আবেগ জারি এখানে পয়গম্বর রোদ পুরনো মেঘবাসরের পর্দা হটিয়ে আয়োজন করে ময়ূর অর্চনা অসীমের বন্দনায় জনপদ ছেড়ে যায় শঙ্খধ্বনি কিন্তু জীবনের সন্ধানে যে গাঁদাটি অর্পিত হলো সূচ ও সুতোয় মান্দাসে বসে শুঁকলেও বিশুদ্ধতার বাতি কি বদলাবে? অভিমুখ রেখে এখন সেঁকো মাটির প্রদীপদানি আর ঘট পূর্ণ জলে ধরে রাখা তার সহাস্য ছায়াছবি ঘড়ির ছত্রছায়ায় রুমা ঢ্যাং অধিকারী…