কচ্ছ রণ উৎসব – সদানন্দ সিংহ
কচ্ছ রণ উৎসব সদানন্দ সিংহ রণ শব্দের অর্থ হল ‘মরুভূমি’। কচ্ছের রণ-এর মানে দাঁড়ায় কচ্ছ অঞ্চলের মরুভূমি। এটি দুটি প্রধান অংশে বিভক্ত; কচ্ছের বড় রণ এবং কচ্ছের ছোট রণ। কচ্ছের রণ হল একটি লবণাক্ত জলাভূমি যার বেশিরভাগই অংশ ভারতের গুজরাত রাজ্যের কচ্ছ জেলায় অবস্থিত এবং কিছু অংশ পাক অধিকৃত সিন্ধু প্রদেশে অবস্থিত। এটি একটি ঋতুভিত্তিক সমুদ্রপৃষ্ঠ অঞ্চল এবং মরুভূমি যা প্রায় ১০,০০০ বর্গমিটারের বিশাল এলাকা জুড়ে অবস্থান করছে এবং এটির দক্ষিণে কচ্ছ উপসাগর থেকে থর মরুভূমি পর্যন্ত বিস্তৃত। রাজস্থান…