
অর্বাচীন
রণজিৎ রায়
কবিতাকে বুকে জড়িয়েই যত ঘোরাঘুরি
অরণ্য, পর্বত, সাগর, আরো কত কী
দেশ হতে সুদূর দেশান্তর
ছায়ার মতো সাথে থাকে প্রিয়া
কেউ দেয় দুর্মূল্য সুখ, কারো উপহার নিবিড়
প্রশান্তি !
আজকাল ঘোরতর মাধ্যমের যুগ
ভেসে উঠলেই চোখে পড়ে
আড়ালে থাকলে রয়ে যায় অদৃশ্য
আলোকিত হবার সুযোগ মেঘে ঢাকা তারার
মতো।
আমি নিজেকে আড়ালেই রাখি
গুটিয়ে থাকি কচ্ছপের মতো
সময়ে বের হয়ে পৃথিবীকে দেখি
তথাপি সামান্য হলেও আহ্বান, প্রকাশ, সম্মাননা
এটা কি মেধা, ভাগ্য নাকি সাবলীল গতি
বুঝতে না পেরে অর্বাচীনের মতো সন্দেহের দোলায় দোল খাই !