
জেব্রাক্রসিং
অভিজিৎ চক্রবর্তী
আর উঠে দাঁড়ালে না সোজা হয়ে
যতদিন ছিলে
সাদাকে সাদা কালোকে কালো না বলে
বাঁচিয়ে বাঁচিয়ে
একবার সাদার দিকে একবার কালোর দিকে ঝুঁকে
আরো সহমর্মী হয়ে উঠেছিলে
তুমি যত নিচু হলে
জগৎ আরো উঁচু
হে মহান
যুদ্ধ তবু শেষ হয়নি
তুমি সৎ হলেও যুদ্ধ থামবে না
দিকে দিকে নিপুণ অস্ত্র ধরার কৌশল
আরো বেশি প্রতিহিংসাময়‐—-
জেনো দুঃখে ঘাস মাথা উঁচু করে দাঁড়ালেও
নেমে যাবে বুটের চাপে