সদানন্দ সিংহের ছড়া

সদানন্দ সিংহের ছড়া

গাঁজাখোর

সদানন্দ সিংহ

গাঁজায় মেরে এক টান,
বলেন তিনি,
ব্যোম ব্যোম ভোলা।।
গাঁজায় মেরে দু টান,
হাসেন তিনি,
চোখ এবার ঘোলা।।
গাঁজায় মেরে তিন টান,
স্থির তিনি,
খোঁজেন কেবল চেলা।।
গাঁজায় মেরে চার টান,
দাঁড়ান তিনি,
শূন্যে চালান ঠেলা।।
গাঁজায় মেরে পাঁচ টান,
চিৎ তিনি,
শূন্যে ভাসান ভেলা।।