বিলগ্রাম: জ্যোৎস্নাফুল
সোহেল রানা
এখানে জলের ভাঁজে ভাঁজে হাঁসের ফুর্তি উড়ুক্কু বাতাস
আমরা দুজন মাটির বুকে গজিয়ে ওঠা দুর্বাঘাস।
নিরাপত্তার চাদরে নয়, পাখির কলরব
দুঃখ নয় কষ্ট ভোলার বসবাস
কস্তুরির গন্ধভরা বিকেলে উদ্যত আকাশ;
তুমিও পাখি হবে
বাতাসের সাথে
রাতের পড়শি দিন হবে —
চাঁদ হয়ে ফুটে থাকা জ্যোৎস্নাফুল।
উপাখ্যান
সোহেল রানা
বৃষ্টি পায়ে হেঁটে আনন্দচিত্তে রোদের কাছে যায়।
আর ফরসা আকাশে কখন যে মেঘ হয়
তা কেউই বলে দিতে পারে না।
বৃষ্টি-রোদের মেলবন্ধে আকাশ আগুনে পুড়ে যায়!
আহা তা যদি বুঝত: ‘রোদ-বৃষ্টি’ আকাশের আরক্তিম অভিব্যক্তি!
তাহলে রচিত হতো না প্রেমের বিধুর উপাখ্যান।