ঢাকি – সুদীপ ঘোষাল
ঢাকি (ছোটোগল্প) সুদীপ ঘোষাল গ্রামের নাম পুরুলে, পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহুকুমার অন্তর্ভুক্ত একটি গ্রাম। ভারতবর্ষের গ্রামগুলো না চিনলে দেশকে চেনা যায় না। অভাব, অভিযোগ, ভালো, মন্দ, আনন্দ সব নিয়েই গ্রামগুলি নদীর মত প্রবহমান। এই পুরুলে গ্রামের একটি হতদরিদ্র পরিবার হল সুনীতা দাসের পরিবার। তার স্বামী তপন দাস ঢাক বাজাত ভালো। তপন দাসের চৌদ্দপুরুষের ঢাকির পরিচিতি এলাকাজুড়ে লোকের মুখে মুখে প্রচারিত হয়ে আসছে। তপন দাস ঢাক বাজিয়ে সংসার চালাত। একটা মারাত্মক দুর্ঘটনায় তার পা দুটি…









