বিনতা, ইউরেনাস ও বুলবুলি – বিজয়া দেব
বিনতা, ইউরেনাস ও বুলবুলি (ছোটোগল্প) বিজয়া দেব বুলবুলিটা ছাদে কাপড় শুকনোর স্ট্যান্ডটার মাথায় বসতে ভালবাসে। কখনও একা কখনও তার সঙ্গীকে নিয়ে এসে বসে। খুব চঞ্চল। কাছে গেলেই ফুড়ুৎ করে উড়ে যায়। এদিকে কাকেদের ভ্রূক্ষেপ নেই। ওদিকের ছাদটায় পোদ্দার দাদু কাকেদের খাবার দেয় ভোরবেলায়। সেজন্যে ওদের ওড়াওড়ি থাকেই। ওরা মানুষকে পরোয়া করে না মোটেই। কাছে গিয়ে হাততালি দিলে ফুড়ুৎ করে উড়ে গিয়ে অল্প দূরে গিয়ে বসে। পায়রাগুলোও তেমনি। তিতিরের পায়ে পায়ে ঘোরে বলতে গেলে। গলা ফুলিয়ে বকম…