ছড়া

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন শরৎ পর্যায় অগাস্ট-সেপ্টেম্বর ২০১৭ ইং 

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

তপন দাশগুপ্তের ছড়া  

এক

দেশকে শুধু মাদক খাওয়াও

নবীন প্রবীণ সুদ্ধ

গোপন ঘরে ভাষণ ঝাড়েন

এ কালের এক বুদ্ধ!


দুই

হিটলার তো নেই এদেশে

আছে সমাজতন্ত্র

গ্যোয়েবল্‌স তাই ব্যাখ্যা করে

খুলে শাসনতন্ত্র


তিন

দেশবাসী খায় না

জোটে করে হরতাল

মদের পেগে পায়রা ওড়ে

মন্ত্রি বাজায় করতাল


চার

জনতার ক্ষুধা মেটে যুদ্ধে

অতএব তিন তিন যুদ্ধ!

মুখে নিয়ে বিস্তৃত হাস্য

আকাশে ছোড়েন বাণী বুদ্ধ!!


পাঁচ

তোলো তান

গাও গান

দাও প্রাণ

আহুতি।

শ্মশানের

বুকে নেবে 

শব দেহ

মারুতি।


ছয়

আপনি মাসি যন্ত্ররানি

আমরা ষড়যন্ত্রী

সমাজতন্ত্র চাকার চাপে

ছিঁড়ে যাচ্ছে তন্ত্রী

জমিদার আর নেই এদেশে

আছেন হাজার জোতদার

রক্ত শোষার জোঁক হয়েছে

তাদের সাথে পোত্‌দার।


সাত

লাঠি গ্যাস গুলি দেখে

বলে এক বৃদ্ধ

ভুখাদের কাছে সব

নিপাতনে সিদ্ধ!


আট

কীসের দৈন্য?

কীসের দৈন্য?

ভারতের বুক জুড়ে

ভারতীয় সৈন্য। 


HOME

এই লেখাটা শেয়ার করুন