কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন শরৎ পর্যায় অগাস্ট-সেপ্টেম্বর ২০১৭ ইং 

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

পিয়ালী বসুর কবিতা  

ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড 


অনেক দিন বাদে আবার একটা নোনতা বিকেল 

আজকাল নির্জনতাকে সুদূরের ভাঁজে মুড়ে রেখে

পার করি গন্ধতেল চুঁয়ে পড়া নির্ঘুম রাত 


মৃত্যু আর ব্যথিত করেনা 

বরং হিজলের ছায়ায় ঘুমিয়ে থাকা জীবন কে সেঁকে নিই লীন তাপে

উস্কে দেওয়া দীর্ঘ বাক্যভার কে সহজেই অবহেলা করি 

প্রথাসিদ্ধ প্রতিটি মাসে এখন জড়ো করে রাখি 

মনখারাপের জীবাণু ... আর নির্লিপ্তির অভিজ্ঞান


যে কথা কেউ কোনদিন শোনে না 

সেই শব্দগুলিকে আগুন ডিঙোনো শীতঘুমেও বাঁচিয়ে রাখি 

এই ভেবে যে , নামহীন হয়ে ওঠা অবধি 

সমস্ত সম্পর্ক একটি মাত্র সংজ্ঞায় চিহ্নিত হবে .....

সাবেকী ঘরানার প্রতিঘাতে যার নাম দেবো ' দূরতা '


HOME

এই লেখাটা শেয়ার করুন