কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন শরৎ পর্যায় অগাস্ট-সেপ্টেম্বর ২০১৭ ইং 

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

স্বপন রায়ের কবিতা  

কোয়েল বসত করে 


এবারো হলনা। পীতমহল একটা বাঁধ, একটাই সূর্য সেখানে ডোবার সময় লতাসা আশারে রঙ ছেড়ে যায়। তাকে সুর করে লম্বা রাস্তা, বেঁটে গাছের হাতায় রাখি, কাজ হয়। ইথারের গন্ধ আসে। কাল, সমকাল, মহাকাল এই ডিউটি বাসগুলো। রঙদেয়ালা তাদের গায়ে হরিণ হয়ে ভেঙে পড়ছে।


আমি খুব 

আর ও পুব

সমবায়িকায় আলো এসে পড়ে, কব সে লাইন মার রহা হ্যায় বে...শিস। আমি খুব আর ও অনেকটাই...আমি না বলেও যা বলার সূর্যকে বলি একটা একটা ক’রে। ও যেতে যেতে শান্ত মভ, আমি তো বেকার এক...ভাবি বদলে 

দেবো, চা খেতে খেতে ভাবি সূর্যকেই  


বাঁধের জলে জাল বিছিয়ে বসে আছি

ও আসবে 

বা আসবে না, আমি পরিকল্পনা ছেড়ে দিই, যেমন এলে কিভাবে সুস্থ হয়ে উঠবে হাসপাতালের সবকিছুই, যেমন সিরিঞ্জ, যেমন বিরক্তি রাখা ভ্রূয়ে আঁকা হয়ে যাবে ফরসেপের বিভাজিকা। আর বেড থেকে দেখা যাবে, কাল গেল, সমকাল যাচ্ছে, মহাকাল মহুয়া গাছগুলোর ওদিকে। আর না এলে সবই কল্পনা।

তীব্র সাইরেন

কী হল কী হল... 


HOME

এই লেখাটা শেয়ার করুন