কবিতা

ঈশানকোণ একটি সাহিত্যের ওয়েবজিন শরৎ পর্যায় অগাস্ট-সেপ্টেম্বর ২০১৭ ইং 

[ঈশানকোণ নতুন সংখ্যা দেখার জন্যে এখানে ক্লিক করুন]

কল্যাণব্রত চক্রবর্তীর কবিতা

ছায়াকানন ও মা


পাড় ভেঙে যেখানে বাঁক নিয়েছে নদী

সেখানেই বেহুলার ঘরবাড়ি, সুশীলা পিসির

কাছে ছোটোবেলা এমন কত গল্প শুনেছি, 

ছায়াকানন বলে যে লোকটা রোজ

ফিরি করে ঘুরে সেও কোনোদিন আসল 

কথা বলেনি, যে কারণে প্রিয় স্তব

উপলক্ষহীনভাবে আর লেখা হয় না।


উপনিষদের পাতা থেকে উঠে এসেছেন কবি,

শক্তি যেখানে ঝলসে ওঠেনি, আগুন আর

কী করে জ্বলবে, এহুলার টিপ হয়ে

তারা নেই, চাঁদও নেই।


আমরা বিপরীত স্রোতে ভেসে বেড়াব

নদীর মুখ ফিরিয়ে দাও, হেমবৃন্ত

ভাগ করে ছিন্ন খঞ্জনারা শুধু নেচেছিল

আর গ্রামের বাড়িতে মা জেগে বসেছিলেন সারারাত। 


HOME

এই লেখাটা শেয়ার করুন