
রঙ
অভিজিৎ চক্রবর্তী
তুমি আর মনের খুশিতে যেকোন রঙ গায়ে বেরোতে পারবে না কখনও
তোমার সব রঙ চুরি হয়ে গেছে
যদি সবুজ লাগাও
লোকে বলবে তৃণমূল করো
যদি গেরুয়া লাগাও ভাববে বিজেপি
যদি লাল মাখো হবে সিপিএম
সাদা রঙ লাগালে ভাববে নেতা
কালো রঙ লাগালে শোক
অতএব তোমাকে এমন রঙ বেছে নিতে হবে
যে রঙ এখনো কেউ ব্যবহার করেনি
সেসব ক্ষেত্রেও সমস্যা কম নয়
এত দল মত ধর্ম আছে পৃথিবীতে
তার কত তুমি জানো!
অতএব যে কেউ তোমাকে যেকোন সংগঠনের দাগিয়ে জীবন দুর্বিষহ করে তুলতে পারে
কতজনকে ধরে ধরে বোঝাবে
এসব কিছুই চাও না তুমি
কত জনকে বলবে সব রঙ ভালো লাগে তোমার
লোকে সুবিধাবাদী বলে গালাগাল করবে
তুমি কাউকেই বোঝাতে পারবে না ভালোবাসার কোনো রঙ হয় না
স্বপ্নের কোনো নিজস্ব রঙ নেই
অজস্র রঙে বিভাজিত দুনিয়ায় একজন একাকী মানুষের বেঁচে থাকা
ক্রমশঃ কঠিন হয়ে যাচ্ছে–
একজন নিরুপদ্রব মানুষের
একজন নির্ভেজাল মানুষের
একজন আপনভোলা মানুষের
একজন আনন্দময় মানুষের
ভয়মুক্ত বেঁচে থাকার জন্য ক্রমশঃ কঠিন হয়ে যাচ্ছে পৃথিবী