মরণ থাপার
সদানন্দ সিংহ
লোকটা বলে,
নামটি মোর মরণ থাপার।
বাড়াবাড়ি হলে
ঝুলিবো দেবো গলায় র্যাপার।
বাঁদরামি করলে
লাগিয়ে দেবো মুখে হিটার।
ন্যাকামি করলে
জল ঢোকাবো লিটার লিটার।
পাকামি করলে
পরিয়ে দেবো গলায় গিটার।
প্রতিবাদ করার
ক্ষমতাই নেই কোনো ব্যাটার।
খুনখারাপি মোর
নয় কো কোনোই ম্যাটার।
মোর নামটি যে মরণ থাপার।