দেবারি গণ – গুলশন ঘোষ
দেবারি গণ (অনুগল্প) গুলশন ঘোষ পাশের বাড়িরও লোক জানে না বাড়িতে প্রস্ববণ কখন আসে, কখন যায়। ছেলেবেলা থেকেই সে তার সম-জুটিদের থেকে একটু আলাদা। শান্ত। মাটির মতোই সহনশীল। মুখচোরা স্বভাবের। কিন্তু, পড়াশোনায় তুখোড়। স্বপ্ন জ্যোতির্বিজ্ঞানী হবে। সাধ পূরণ হল যখন, সরকারি প্রতিষ্ঠার বেদিতে নিজেকে স্থাপন করতে বয়স গড়িয়েছে আটত্রিশ-এ। জোর কদমে শুরু হল পাত্রী খোঁজা। দু’বছর ধরে অর্ধ-শতাধিক যোগাযোগ করেও জুড়ি মিলল না। কখনও বয়স বেশি, কখনও বা ছেলের সার্ভিস কন্যার বাড়ি থেকে দূরে হওয়ার কারণে –…









