পুনর্গঠন – ব্রতীন বসু
পুনর্গঠন (অনুগল্প) ব্রতীন বসু হ্যালো অম্লানবাবু,আমি প্রভিডেন্ট ফান্ড ডিপার্টমেন্ট থেকে বলছি। বলছি, বলুন। আপনার একাউন্ট থেকে এক লাখ টাকা লোন নিয়েছিলেন সাত দিন আগে, সেটার ব্যাপারে ফোন করছি। না না অতো নিইনি তো। কুড়ি হাজার নিয়েছিলাম, ছেলের কলেজে ভর্তির জন্য। কিন্তু এখানে তো এক লাখ দেখাচ্ছে। সর্বনাশ কি করে হয়! এখন কি করব আমি? টেনশন এর কিছু নেই। চেক করে নিচ্ছি। বোধ হয় সিস্টেম ভুল করছে। ভুল হয়ে থাকলে আপনার সেভিংস একাউন্টে আমরা আশি হাজার রিটার্ন…