ভ্যালি অব ফ্লাওয়ার – সদানন্দ সিংহ

ভ্যালি অব ফ্লাওয়ার

সদানন্দ সিংহ

ভ্যালি অব ফ্লাওয়ার মানে ফুলের উপত্যকা। ভ্যালি অব ফ্লাওয়ার-এর নাম আজকাল অনেকেই জানেন। এই জায়গাটা উত্তরাখণ্ডে অবস্থিত। মহান পর্বতারোহী ফ্র্যাঙ্ক এস স্মিথ ১৯৩১ সালে কামেট পর্বত অভিযান থেকে ফিরে আসার সময় এই জায়গাটা আবিষ্কার করেছিলেন। এই স্থানটি পৃথিবীর স্বর্গের চেয়ে কম কিছু নয়। প্রকৃতির অপূর্ব রূপ নিয়ে ভ্যালি অব ফ্লাওয়ার আজ পৃথিবী খ্যাত। বিভিন্ন প্রজাতির প্রাকৃতিক মরশুমি ফুলের এমন সমারোহ ভারতে আর কোথাও নেই। প্রতি বছর হাজার হাজার লোক এই প্রাকৃতিক ফুলের মেলা দেখার জন্যে পাড়ি জমান। কী নেই এইসব ফুলে, ৫২০ রকম ফুলের প্রজাতির ফুল নাকি এখানে ফোটে। নিচে কিছু ফুলের নাম দেওয়া হলঃ-
Rhododendron, February–June মাসে, Primula denticuleta, April–July মাসে, Iris kemaonensis, June–July মাসে, Fritillaria roylei, June–July মাসে, Lilium oxypetalum, June–July মাসে, Arisaema costautum, June–July মাসে, Thermopsisa barbata, June–July মাসে, Rosa macrophylla, June–July মাসে, Caltha palustris, June–July মাসে, Fragaria nubicola, May–July মাসে, Saxifraga roylei, July–August মাসে, Anemone obtusiloba, June–August মাসে, Cypripedium himalaicum, June–August মাসে, Rheum australe, July–August মাসে, Phlomis oracteosa, June–August মাসে, Hackelia uncinata, June–August মাসে, Senecio jacquemotiamus, August–September মাসে, Ligularia amplexicaulis, July–August মাসে, Morina longifolia, July–September মাসে, Geum elatum, July–August মাসে, Geranium wallichianum, July–August মাসে, Impatiense sulcata, July–August মাসে, Meconopsis aculeata, July–August মাসে,  Delphenium roylei, July–August মাসে, Aconitum hookeri, August–September মাসে, Thalictrum reniforme, July–September মাসে, Potentilla atrosanguinea, July–September মাসে, Sedum ewersii, August–September মাসে, Dactylorhiza hatagirea, June–July মাসে, Bistorta affinis, August–September মাসে, Stachys sericee, August–September মাসে, Nepeta connata, August–September মাসে, Pedicularis hoffmeistri, July–August মাসে, Swertia hookeri, August–September মাসে, Gentiana ornata, August–September মাসে, Gaultheria erichophy, August–September মাসে, Codonopsis affinis, August–September মাসে, Angelica cyelocarpa, July–September মাসে, Leontopodium jacotianum, July–September মাসে, Saussurea fastuosa, July–September মাসে, Campanula latitotia, August–September মাসে, Cyananthus lobotus, August–September মাসে, Sassurea obvallata, August–September মাসে, Cremanthodium ellisii, July–September মাসে, Anaphalis triplineruts, July–September মাসে, Inula grandiflora, August–September মাসে, Aster albescens, July–September মাসে, Selinium tenuifolium, August–September মাসে, Heracleum pinnatum, August–September মাসে, Epilobium latisperma, August–September মাসে, Silene setisperma, August–September মাসে, Arenaria griffithi, August–September মাসে, Corydalis junecea, August–September  মাসে, Erigerono multiradiatus, August–September মাসে, Polygonum molle, August–September মাসে, Himalayan Blue Poppy, July–September মাসে, Codonopsis viridis, July–August মাসে, Origanus vulgare, July–August মাসে, Hackelia uncinata, July–August মাসে, Salvia hins/lanata, July–August মাসে, Smilacina purpurea/oleracea  June–July মাসে, Viola biflora, June–August মাসে, Rhodiola heterodonta, July–August মাসে, Epilohium latifolium, July–August মাসে, Cotoneaster integrifolius, July–August মাসে, Dubyaea hispida, August–September মাসে, Saussurea costus, July–August মাসে, Ligularia fiseheri, July–August মাসে, Androsace museoidea, July–August মাসে, Eritrichium conum, July–August মাসে, Lindelofi anchusoides, July–August মাসে, Thymus linearis, June–August মাসে, Rheum webbianum, June–August মাসে, Megacorpaea polyandra, June–August মাসে, Trillidium govanianum, June–August মাসে, Satyrium nepoleanse, June–August মাসে, Podophyllum hexaneum, June–August মাসে, Picrorhiza kurrooa, June–August মাসে, Polygonatum multiflorum, june–August মাসে।

কী করে যাবেন এখানেঃ

এখানে আসার জন্য সবচেয়ে কাছের বিমানবন্দর হল দেরাদুনের বিমান বন্দর। সবচেয়ে কাছের জংশন রেলস্টেশান হচ্ছে হরিদ্বার জংশন রেলস্টেশন। সড়কপথে সমস্ত শহরের সাথে হরিদ্বার সংযুক্ত। হরিদ্বার থেকে প্রথমে যেতে হবে যোশিমঠ হয়ে গোবিন্দঘাট। দূরত্ব ৩০০ কিলোমিটার। গাড়িতে সময় প্রায় ১০ ঘন্টা লাগে। সমুদ্রপৃষ্ঠ থেকে গোবিন্দঘাটের উচ্চতা ৬৩০০ ফুট।  
তারপর গোবিন্দঘাট থেকে যেতে হবে পুলনা। দূরত্ব ৩ কিলোমিটার। পুলনা যেতে হলে গোবিন্দঘাটে সবার নাম-ধাম এন্ট্রি করতে হয়। পুলনা থেকেই শুরু হবে পায়ে হেঁটে ট্রেকিং ঘাঙ্গারিয়ার উদ্দেশ্যে। মালপত্র বহন করার জন্য কুলি এবং ঘোড়া পাওয়া যায়। রাস্তাঘাট প্রায় নেই। পাহাড়ি পাথরের সরু রাস্তা। পথে বিভিন্ন ধাবার মুখোমুখি হবেন যেখান থেকে আপনি কিছু নাস্তা করতে পারেন এবং আপনার জলের বোতলগুলি রিফিল করতে পারেন। পুলনা থেকে ঘাঙ্গারিয়ার দূরত্ব ১১ কিলোমিটার। সন্ধ্যের আগেই ঘাঙ্গারিয়ায় পৌঁছে যাওয়া ভাল, কারণ রাত্রে নাকি অনেক সময় ভাল্লুকের উৎপাত হয়। ঘাঙ্গারিয়ায় থাকার জন্যে হোটেল বা হোম স্টে লজিং আছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ঘাঙ্গারিয়ার উচ্চতা ৯৬০০ ফুট।
গোবিন্দঘাট থেকে ঘাঙ্গারিয়া পর্যন্ত একটা হেলিকপ্টার সার্ভিস ছিল যার এক দিকের ভাড়া জন প্রতি ৩০০০ হাজার টাকা। কোভিড সিচ্যুয়েশনের পর এটা বন্ধ, তবে এটা নাকি আবার চালু হচ্ছে।   
ঘাঙ্গারিয়া থেকেই ট্রেক করে ভ্যালি অব ফ্লাওয়ার যেতে হয়। দূরত্ব প্রায় ৩ কিলোমিটার। প্রবেশপত্র সংগ্রহ করে ভেতরে যাবার পর বেলা দুটোর পরই ফিরে যাবার রাস্তা ধরতে হয়। কারণ পাঁচটায় এই উপত্যকার গেট বন্ধ হয়ে যায়। এটা এখন দেশের জাতীয় উদ্যান এবং ইউনেসকো-র ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত। সমুদ্রপৃষ্ঠ থেকে ভ্যালি অব ফ্লাওয়ার উচ্চতা ১১৫০০ ফুট।  

এখানে যাওয়ার উৎকৃষ্ট সময়ঃ

এখানে যাওয়ার উৎকৃষ্ট সময় হচ্ছে জুলাই থেকে সেপ্টেম্বর মাস। মে মাস থেকেই বরফ গলতে শুরু করে। জুন মাস থেকেই কিছু প্রজাতির ফুল ফুটতে শুরু করে এবং তা সেপ্টেম্বর মাস পর্যন্ত চলতে থাকে। তবে আগে দেওয়া ফুলের যে নামগুলি উল্লেখ করা হয়েছিল সেটা একটু লক্ষ করলেই বুঝতে পারবেন জুলাই-অগাস্ট মাসেই বেশি প্রজাতির ফুল দেখা সম্ভব।

মনে রাখা দরকারঃ

এই ফুলের উপত্যকায় যাওয়ার জন্য কোনো স্পেশাল ট্রেকিং ট্রেনিং নেওয়ার প্রয়োজন নেই। একনাগাড়ে ১১ কিলোমিটার হাঁটার ক্ষমতা থাকলে যে কেউ এখানে যেতে পারেন। তবে শারীরিক ভাবে অসুস্থ ও দুর্বল লোকদের যাওয়া উচিত নয়। যাওয়ার আগে অবশ্যই ভাল ট্রেকিং জুতো, সানগ্লাস এবং সানস্ক্রিন ক্রিম সঙ্গে নেওয়া প্রয়োজন।