দেবাশ্রিতা চৌধুরীর কবিতা
ভালোবাসি দেবাশ্রিতা চৌধুরী পৌষালী হাওয়া ঝিরঝিরে কুয়াশায় সকাল থেকে পাখিটা গুনগুন করছে ভালোবাসি ভালোবাসি। ভালোবাসি আলুথালু বাসি চুলের গন্ধ ভালোবাসি রাতজাগা দুটি চোখ ভালোবাসি আশ্লেষে ভরা স্মৃতি ভালোবাসি যা কিছু তোমার। সেই থেকে পাখিটা গুনগুন করছে ভালোবাসা মুগ্ধতা ভালোবাসা আকুলতা ভালোবাসা স্তব্ধতা ভালোবাসা বিষণ্ণতা । বেহায়া পাখিটা গুনগুন করে ভালোবাসি ভালোবাসি এক পৃথিবী ভালোবাসি এক আকাশ ভালোবাসি এক সমুদ্র ভালোবাসি এক শূন্যতা ভালোবাসি…









