সুবিনয় দাশের কবিতা

দামি মানুষ

সুবিনয় দাশ


হও সুখী দামি মানুষ, বিবেচনা

সূচের মত বুকে, শিকড়ে মনের অসুখ
বিদ্যুৎ-এর তার শরীরে ভালোবেসে
পাখি দেখে আয়নার ক্রদে, ফুলে
ফেঁপে নদীর জল তৃষ্ণায় ধরে কামড়ে
এঁটো খাবার মরচে পড়া সবজি
গৃহিনী বলছে, খাও আমায় গিলে।

চাইছি তোমাকে

সুবিনয় দাশ


চাইছি তোমাকে বনবর্গী গোঁয়ারে

পুরতে ভালবাসি অন্দরে গহ্বরে
সীমানা লোপাট চাইছ নগরাকার
মশল্লা মেশানো পান সানুদেশ
চিৎবিকার, পর্যুদস্ত সকাল, নখে
বিষ, মরমের সুরে, জলঘোলা
কপালে রং ওঠা চুলে।