অজিতা চৌধুরীর কবিতা

স্বপ্ন

অজিতা চৌধুরী

এমন এক জায়গা, শিক্ষা-দীক্ষায় অগ্রসর,
দেশের স্বাধীনতা সংগ্রামে অগ্রগণ্য ভূমিকা —
সেখানের এক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে
কলেজের এক অধ্যাপক গেছেন শিক্ষা
সংক্রান্ত সমীক্ষায়। প্রথমে ঢুকলেন নবম শ্রেণীর ক সেকশনে। ছাত্রদের
সঙ্গে অনেক বিষয়ে আলোচনা করলেন।
শুনলেন ছাত্রদের কথা। তারপর জানতে চাইলেন ওদের জীবনের লক্ষ্য কি?
বেশির ভাগ ছাত্র বলল “সিভিক ভলান্টিয়ার”

কিংবা কুকুর পুষবো, বিড়াল পুষবো, মাছ ধরবো,

স্বপ্নের একটি ছোঁয়া পাওয়া যায় বলে
স্বপ্নের জগতে বিচরণ করি, এইরকম স্বপ্নহীন কৈশোর স্তব্ধ করে দেয়

জীবনের গতিকে নিয়ন্ত্রণ করতে পারবো না
জীবন জীবনের মত চলবে
কিন্তু স্বপ্ন জীবনকেও প্রভাবিত করে

এই সময় কে কি ভাবে ব্যাখ্যা করা
এটা কি সাময়িক
দেশে দেশে জাতির জীবনে অন্ধকার কেটে ভোর হয়
অপেক্ষা সেই দিনের