সদানন্দ সিংহের ছড়া

সদানন্দ সিংহের ছড়া

খিচুড়ি

সদানন্দ সিংহ

যায় যে দিন
যায় যে ক্ষণ
সামলে কানাই।
হায় রে মন
যখের ধন
আগলে বেড়াই।
কুলপতি ডন
পা-চাটা হন
ভাইরে ভাই।
সুতোর পণ
পলাশ বন
খিচুড়িই বানাই।