সমর চক্রবর্তীর কবিতা

সমর চক্রবর্তীর কবিতা

জ্যোৎস্নায় মারা গেল কেউ

সমর চক্রবর্তী,

শহর থেকে অনেক দূরে —
জ্যোৎস্নায় ডুবে গিয়ে
প্রান্তরে, হাত বাড়াতেই
মঠো মুঠো উঠে আসে
স্বপ্নের বীজ। উজ্জ্বল !
মৃত্যুর বিনিময়ে এক
ঝিকমিক ! ঝিকমিক !
ভরা নক্ষত্রের মতো
জীবনের আর কোন
অভাব থাকে না।

(৺সুনীল ভৌমিক, ৺দেবাশীষ ভট্টাচার্য্, দেবাশিস ভট্টাচার্য এবং শুভেশ চৌধুরীকে মনে রেখে)