যাত্রী
গুলশন ঘোষ
দেখতে দেখতে
নিজেরই জ্ঞাতে-অজ্ঞাতে
দিনগুলি রেলগাড়ির এক-একটা কামরার মতো
জীবনের প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছে বেরিয়ে দ্রুত
সামনের প্ল্যাটফর্মের অপেক্ষায় থাকি,
চলার সময়; আর ক’টা আছে বাকি।
দূরত্ব ক্রমশ কমতে থাকে
অতীত বাড়ার সাথে সাথে
থামায় আর চলায় কাটে ঘোর
ডাকে আয়! ‘সময় হয়েছে তোর’
সময়ের তারে তার বাঁধা ঘর
পেরিয়ে এসেছি আমি
ক্ষণিকের অবসর।
যাওয়া আর আসা তারই মাঝে
শুয়ে থাকে নিঃসঙ্গ প্ল্যাটফর্ম।