শুভেশ চৌধুরীর কবিতা

শুভেশ চৌধুরীর কবিতা

আজ কাল পরশু

শুভেশ চৌধুরী

আজ কাল কেউ কথা রাখে না
ছিনিয়ে নেয় আশ্বাস
কথা রাখতে না পারা এখন বিলাস
যারা কথা রাখতে পারে না তাদেরই
নারী
জমি
জিরেত
ইতিহাস ভূগোল
বোঝা যাচ্ছে সব কিছু পাল্টে যায়
পাল্টে যায় নদীর স্রোত 
মানুষের স্রোত 
হরিপদ ঈশ্বর বিশ্বাস করেও পায়নি পরিত্রাণ 
নবারুণও নতুন সূর্য নিয়ে উপস্থিত
কাহাকে ধরি 
কে পরিত্রাতা 
নিজেকে বিশ্বাস, সাহায্য না করলে 
পাবে না ঈশ্বর 
বা, সে বাঁশির সুর
যার সুরে সুরে হবে পথ চলা
ক্লান্ত লাগছে ধরণী
তার সুযোগ নেয় সুযোগ সন্ধানী
ঘুমের মধ্যেই হয় চুরি ডাকাতি
সর্বস্ব লুট করে নিয়ে যায় যারা
তারা রাখতে পারে না সে ধন ও
মিথ্যা ঐশ্বর্যের গর্ব বিদ্যার গর্ব
জ্ঞান বিজ্ঞান ধন এসব যদি অজ্ঞান হয়
সে তো অভিশাপ 
প্রধান শিক্ষক রাধারমণ মহন্ত বিজ্ঞান ক্লাসে পড়তে দিলেও
বুঝি বিজ্ঞান বিবেক ছাড়া চললে তা হলো হবে
অচলায়তন
পৃথিবী বা ব্রহ্মাণ্ড অনেক বড়
তার কীর্তির চেয়েও বড়
ও, তুচ্ছ সে প্রাণ, জীবনের কাছে
বুঝি অঙ্ক ছাড়া নিরেট নির্বোধ
অথচ ও অঙ্ক ছাড়াও দেখেছি তাদের স্বর্গীয় হাসি
হৃদয় যখন তুচ্ছ অপরের কাছে
তখন এই হৃদয় দিয়েই জয় করতে হয়
আজ বা কাল বা পরশু
হয় হৃদয়ের জয় — ফ্রাঙ্কেনস্টাইন চিরকাল থাকবে
জয় মানুয়ের হয়
মানুষের জীবনে জড়িয়ে থাকি, থাকবো আজীবন

অসীম

শুভেশ চৌধুরী

অসীম হয় যেখানে কল্পনা করতে পারি না
অথচ এই অসীমের ভিতর সহস্রটি বা অসীম দীপ
জ্বলছে অনির্বাণ 
অসীম আমার পিতা ও মাতা
অসীম আমার নীড়

গান গাইতে গাইতে অসীম আসে গান গাইতে গাইতে অসীম চলে যায়
দিবস রাত্র
আমি অসীমের গর্ভে
অসীম আমার সম্পদ

ভয় করি না কোন গরিবিয়ানার