সমর চক্রবর্তীর কবিতা

কুটুম

সমর চক্রবর্তী

তোমার কপালে রাজটিকা দেখে
মনে হয় তুমি শিকারি গোত্রের।
মিঠা হলে বা টক হলে
সেই পথের কথা বলো –
স্মৃতির কাছে আগামী প্রার্থী।
আমার গোত্র কিন্তু সাদা-লাকড়া!
সাদা লাকড়া মানে ‘সাদা বাঘ’।
বদহজম ছাড়া যারা কখনো
এই ঘাস খায় না।