গল্প, ছোটোগল্প এবং অনুগল্প – সদানন্দ সিংহ
গল্প, ছোটোগল্প এবং অনুগল্প সদানন্দ সিংহ গল্পের উৎপত্তিঃ- গল্পকে বলা হয় পৃথিবীর সবচেয়ে পুরাতন সাহিত্য। অবশ্য সেগুলি লিখিত আকারে ছিল না। সেগুলি প্রচলিত ছিল মুখে মুখে এবং হাজার হাজার বছর ধরে প্রজন্মের পর প্রজন্মে রূপকথা, উপকথা, নীতিকথা এবং লোককাহিনির মাধ্যমে। এমন কি এগুলি প্রসার লাভ ঘটেছিল লোকোৎসবের নাচ-গানের মাধ্যমেও। পরবর্তীকালে গল্প বলার মাধ্যম হিসেবে প্রবেশ করেছিল পুরাণ কথা, আখ্যান-উপাখ্যান, ধর্মকথা ইত্যাদিতে। কিন্তু গল্প পৃথিবীতে এসেছিল কত বছর আগে থেকে? এ ব্যাপারে বিজ্ঞানীরা বিভিন্ন দেশের রূপকথা, উপকথা, লোককাহিনিগুলি…