সুজিত বসুর কবিতা
জলের ধারে সুজিত বসু জলের ধারে এলেই আমার বুক কেঁপে যায় তুহিন ভয়ে থমথমে মেঘ ঘূর্ণিঝড়ের ইঙ্গিত দেয় পূর্বাভাসে বিপদ আসার সংকেত দেয় জল নিদারুণ দুঃসময়ে জীর্ণ কুটির নিশ্চিহ্ন হবেই জানি জলোচ্ছ্বাসে অনেক আগে জলের কাছে যেতাম গভীর দুঃখ পেলে জল মোছাতো অশ্রু স্নেহে, বিছিয়ে দিত যত্নে আঁচল সূর্য ডোবা আবির দ্বিধায় ছড়িয়ে যেত শেষ বিকেলে ঢেউ বাজাতো সুরের সেতার, মধুর ছিল তার কলরোল জলের ধারেই মেপেছিলাম প্রথম চুমুর গভীরতা একটু আধটু শরীর ছোঁয়ার আনন্দ তাও জলের পাশে কিছু…