গুপ্তচর – শুভেশ চৌধুরী
গুপ্তচর শুভেশ চৌধুরী কেউ যদি ফুলিয়ে ফাঁপিয়ে কিছু বলেন আপনাকে তাহা সন্দেহের চোখে দেখা উচিত। যিনি বলছেন তার কোনো লাভের হিসাব আছে কিনা তাহা দেখার দায়িত্বও নিতে হবে। দেখা যায় বহু সাম্রাজ্যের পতন ঘটে ভুল তথ্য পরিবেশিত হবার জন্য। অতএব প্রশংসা নয় নিন্দা টুকুও শোনা উচিত। কুট বুদ্ধি ও সরলতা সম্বন্ধে এই কথাটি বলা যায় ভাবনার ক্ষেত্রে সরল থাকা ভালো কেনো না অনেক গরলকে অতিক্রম করা যায় কিন্তু কুট কে কুট দিয়েই বিচার করতে হয়। জীবনে প্রথম বার হেরে…