উপন্যাস ও গল্প লেখার গল্প – সুদীপ ঘোষাল
উপন্যাস ও গল্প লেখার গল্প সুদীপ ঘোষাল লিখে কী হয়, একথা অনেকেই জিজ্ঞেস করেন। আমি বলি, আনন্দ পাই, অফুরন্ত আনন্দ। আর এই আনন্দের খোঁজে আমরা সকলেই ব্যস্ত। কেউ আনন্দ পান সংগীতে কেউ পড়ে আবার কেউ বা অপরের সমালোচনা করে।লক্ষ্য কিন্তু একটাই। আনন্দের খোঁজে মনকে একটু হাল্কা করা। তারপর মিশে যাব গোধূলির আলোয় অজানা এক মহানন্দময় ঘুমের দেশে কিংবা অন্ধকার এক শূন্য মায়ায়। তার আগে যদি একটু আনন্দে থাকা যায় তাই এই লেখার ইচ্ছে হয় বারেবারে। গল্পে সবকিছু বলে দিলে…