শিল্প – চেখভ
শিল্প (ছোটোগল্প) চেখভ (রাশিয়ান গল্প, ইংরেজি থেকে অনুবাদঃ বিজয়া দেব) শীতের এক বিমর্ষ সকাল। ব্রিস্ত্রিয়াঙ্কা নদীর মসৃণ ও ঝিকমিকে উপরিভাগে এখানে ওখানে ছড়ানো বরফ চিকমিক করছিল, তার পাশে দাঁড়িয়ে দু’জন কৃষক, বেঁটেখাটো সের্যিওঝকা এবং চার্চের শৃঙ্খলা বজায় রাখার দায়িত্বে থাকা, মাটভে। সের্যিওঝকা, পা দুটো ছোট, জীর্ণ, সে বছর তিরিশের হবে, বেশবাস নোংরা মতোন, রাগী চোখে বরফের দিকে তাকিয়েছিল। ভেড়ার লোমের পোশাক থেকে উলের গোল্লা নেমে আসা তার অবয়বটি নোংরা কুকুরের মতো দেখাচ্ছিল। তার হাতে দুই…








