বলাই দের ছড়া
সামান্য’টা বলাই দে সামান্যের মালিক জানেন হারানোর দুঃখটাকে, যাদের আছে অঢেল অঢেল তাদের কী সে দুঃখ থাকে? জড়ো যে হয় সামান্য’টা ঝড় বাদলে রোদে পুড়ে, মনের ভিতর ভিন্ন ভুবন ঠাঁই মেলে তায় ঘূর্ণিঝড়ে। যাদের আছে অনেক অনেক জীবন কাটায় হেলাফেলায়, রং বেরঙের ফানুস উড়ায় মত্ত সদাই আজব খেলায়। সামান্যের মালিক যিনি সামান্যটা’ই অসামান্য, যত্নে রাখে পরম পাখি বেঁচে থাকে তারই জন্য। দিনের পরে বছর ফুরায় সামান্যতেই বাঁচতে শেখে, এইটুকুতেই ধন্য যে হয় এরই আলোয় পৃথ্বী দেখে। সামান্যের ভার অসামান্য…









