গুলশন ঘোষের কবিতা
আলোর স্নান গুলশন ঘোষ শিউলি যখন চাদর বোনে শিশির ছুঁচে আপন মনে। নরম সুতো কুয়াশা তুলো যায় কী গাঁথা ভোরের আলো! আবছা আলোয় স্নানের পরে, আদার করা সোহাগ ভরে ডাকলে তুমি হাতটি ধরে। পাখির ডাকে রাত পোহালে, জেগে উঠে সেই সকালে ভাসতে পারি তোমার কাপে তুফান তুলে।









