দেবাশিস মুখোপাধ্যায়ের কবিতা

রাজা পাড়া

দেবাশিস মুখোপাধ্যায়

১.
সুপুরি বাগানে আকাশ লেগেছে

ছুটির গল্প শেষ হলে
হেমন্ত দাঁড়িয়ে পড়ে মাথায়

কুয়াশা মাখছে দীপ

দ্বীপের নির্জনতায়
পড়ে আছে শিউলির চুল

তার চিবুকে লাল আভা ভেজা লজ্জার

২.
ঝুপড়ির রূপকথায় সূর্যিমামা
মা বলতে বলতে ভাত ঢালে
এক বিশাল চূড়োয় মাংস সাঁতলায়
তারপর খিদে রাক্ষস
স্বপ্ন ভেঙে ভেঙে খেয়ে নিলে
পর্দার পাশে জল চোখের
কাক ডেকে ডেকে ফিরে গেলে
গাছের ঘুম ভেঙে যায়

৩.
ব্রীজের নীচে ফলে আছে নদী
সবজি মানুষ ভ্যান হেঁটে যায় বাঁধ বরাবর
ছিপে লেগে চার
ডুব দিলে হেসে ওঠে জল ও কিশোরী
ঝোপ বিড়াল হয়ে হিসেবের কড়ি বুঝে নিলে
হালাল পাখি মাংসে আজ মহাভোজ