বিজয়া দেবের কবিতা

ব্যাবিলন রানি

বিজয়া দেব

নির্জলা দুপুর আজ স্তব্ধতায় একা,
স্থিরচিত্রে চোখ রেখে বসে আছে সরোজিনী
বিধ্বস্ত গাছপালায়, ধোঁয়ায়, আকাশে,
বিবিক্ত ঘুড়ির সুতোয়, নিবিড়ে, নির্জনে।

গোবি সাহারা বুকে নিয়ে শুয়ে আছে
শহরের রাজপথে একা সরোজিনী,
বুকের উত্থান পতনে সবুজের ইতিহাস লেখে
ব্যাবিলন রানি।

এতটুকু সবুজের হাহাকার চারপাশে
বড় বেশি নির্জলা এ সময়।
অভ্রংলিহ মিনারের নীল লাল আলোর ধাঁধায়
সরোজিনী খুঁজে সেই ব্যাবিলন রাত,
মেদুর মন্থর লোকালয়।