রূপালী মুখার্জির কবিতা
কান্না জলে ভেজা রূপালী মুখার্জি উপহার স্বরূপ একটা নদী পেয়েছিলাম তোমার সাথে পরিচিত হবার পর মাঝে মাঝে ভীষণ মেঘ করে তখন ছলাৎ জলে ভেসে যায় শরীরের আনাচ কানাচ আবার জানো কখনও বিজুলি চমকিয়া কালো ভ্রমর আঁখির কোণে বান ডাকে প্রহেলিকা হয়ে আঁখি পল্লবে টলটল পদ্মপাতায় মুক্তোর আলাপ নিশ্চুপে কখনও সোহাগ নদী ভেসে যায় ঢেউ তুলে নীরব অহংকারে পলাশ বনে ভরে যায় শহরের অলিগলি কেন্দুলির মেলায় বাউল আসর পাতে পাখিরা নীড়ে ফেরে শেষরাতে নদী পাড় খোঁজে জ্যোৎস্নায় ভরে যায় মর্মর…









