দেবারতি দে’র কবিতা

অলীক সেতার

দেবারতি দে

১.
তার জন্মদিনে
কবিতা পাঠ করতো কুয়াশা
আর –
নৈঃশব্দের ভেতর থেকে উড়ে আসতো
পৃষ্ঠা উল্টানোর শব্দ।

২.
তাকে নিয়ে লিখতে বসলে
জানালায় হাল্কা বাতাস
উঠানের দড়িতে দুলতে থাকে
হলুদ নরম সুতি কবিতা
কিংবা বার-হাত লাল সিল্ক।

৩.
অনন্ত নক্ষত্র বাগান পেরিয়ে
গীতিকবিতার কোমল নিঃশ্বাসের মতো
আজও দাঁড়াই
প্রেমিক তোমার দরজায়।