রহিত ঘোষালের কবিতা

ইলাম বাজার জঙ্গল

রহিত ঘোষাল

ইলামবাজার জঙ্গল বসন্ত দুই হাজার কুড়ি।
তোমার হাত ধরে ঝরে পড়া পাতার উপর পা, পায়ে নুপুর।
নীল-সবুজ পোশাকে খোলা চুল ধার ঘেঁষে প্রায় শুয়ে পড়েছে রোদ তোমার ঘাড়ে, খয়রি গাছের ডালে ডালে।
কাজল ছাড়াই ছড়িয়ে পড়েছে আবদার, সেই নির্জন
অরণ্যে আর কিছু মুহূর্ত শাড়ির আঁচলে, নাকি চেয়ে থাকা অকারণ সব কথা তুলে রাখবো শুকনো পাতায়।
ইলামবাজার জঙ্গল বসন্ত দুই হাজার কুড়ি
বিকেল বেলায় হাঁটতে বেরোলাম।
তোমার হাতে রুপোর মল,
আজ আর তোমার কাঁধে কোন বোঝা নেই,
তাই ওড়নায় এলিয়ে নেমে এসেছে আমার মুখ,
গোপন কথায় কেঁপে ওঠো তুমি,
গোপন কথায় হেসে ফেলো তুমি।
পড়ন্ত আলোর মতো লাজুক।
নবান্ন মেলায় ভুট্টার দোকান, জনসমাগম, প্যাকেট প্যাকেট আবদার থেকে একটু যুগলে আলিঙ্গনে, সম্মোহনে কাটলো
ইলামবাজার জঙ্গল বসন্ত দুই হাজার কুড়ি।

প্লাবনভূমির সন্তান

রহিত ঘোষাল

আমার জীবনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা সমূহের মধ্যে শীতকাল গুলি অনস্বীকার্য।
পূর্ণিমার রাতে প্লাবনভূমির বিহ্বল গোলাপী ডলফিন
এক সুদর্শন যুবকে পরিণত হয়ে আকৃষ্ট করে যুবতীদের।
রাজপথে শস্যদানার মতো লুটোপুটি,
রসাতলের দিকে স্থির চিত্তে তাকিয়ে ছিলাম অনেকক্ষণ,
তাই রসাতলও পাল্টা আমার দিকে তাকালো।