কিশলয় গুপ্তের কবিতা

আমিও আঙুল চাটি

কিশলয় গুপ্ত

অনেক কিছু ঘটায় এবং ঘটে
খালি চোখে সবই দেখি বটে
কেউ হাসে, কেউ বা ভীষণ চটে
আমি আঙুল চাটি

একমাত্র আমিই মাথামোটা
প্রাতঃরাশে দেশটা চিবাই গোটা
কম্বলহীন-হাতে শুধুই লোটা
নীচে ভিজে মাটি

যেমন খুশি, যেখানে খুশি দেবেন
স্বর্গ এটা, নম্বরে সে সেভেন
বোঝেন নি তো? আরে মশাই “হেভেন”
কেন কান্নাকাটি

কবি? আপনি অদরকারি – কাটুন
ঝাঁপির ভিতর যত খুশি ফাটুন
অসহ্য হলে বসে আঙুল চাটুন
আমিও আঙুল চাটি