ঋতুচক্র
সদানন্দ সিংহ
ইচ্ছে হলেই সব কিছু থেকে বেরিয়ে আসা যায়
ইচ্ছে হলেই সব কিছুতে সঙ্গে থাকা যায়
ইচ্ছে হলেই আবার শূন্যে ভাসা যায়
আমাদের পারস্পারিক স্থিতিস্থাপকতা
আমাদের দিক্নির্দেশ
আমাদের বাকচাতুর্য, শ্রেণিঘর বিলাসিতা
জানি, সব জানি
শেষটাও জানি — জানি প্রারম্ভ, মধ্যান্তর
কিংবা প্রাগৈতিহাসিক পদযাত্রা
তাই ডাইনোসরের ডিম খোঁজাকে আমি ঋতুচক্র বলি