প্রসেনজিৎ রায়ের কবিতা

দ্বন্দ্ব

প্রসেনজিৎ রায়

দ্বন্দ্বটা নিতান্তই ব্যক্তিগত ছিল…
মানসিক টানাপোড়েনটাও…

লোকে কি ভাববে……?

ভাবতে ভাবতে ভাবনাতেই পা আটকে গেল,
হতে পারলাম না দেও বা মনু,
না হওয়া হলো বিশাল আকাশ…..
বা তার নীচের স্বাধীন শালিক বা চড়ুই।
পড়ে রইলাম তারও নীচে,

খুঁজে পেলাম একেবারে তলানিতে স্বীয় অস্তিত্বের…
ছিঁটেফোঁটা মাত্র,
আজ তবে সম্বিত ফিরলো..

দ্বন্দ্বটা যে নিতান্তই ব্যক্তিগত ছিল…