ইল্যুশান
সদানন্দ সিংহ
পিঠে রুকসেক, পায়ে ক্যাম্পাস, এইসব
জীবনের এই বকধার্মিক তালগোল
ক্রমশ ফিকে হতে হতে
বিদ্যুৎপৃষ্ট রাত্রি
উৎসবমুখর
হিরণ্ময়
দিন
আর
তিলে তিলে
সব ধূসর হয়ে আজো
বেঁচে থাকে বা বাঁচিয়ে রাখে
তারপর আকাশটাই প্রদীপ হয়ে
যায় কিংবা ধরো প্রদীপটাই এক আকাশ
ইল্যুশান নিয়েই বেঁচে থাকি ধুকধুক চিরকাল