শুভেশ চৌধুরীর কবিতা

শুভেশ চৌধুরীর কবিতা

প্রাণ

শুভেশ চৌধুরী

ভোমরাটি বেচেঁ আছে মানে প্রাণ আছে
ভোমরাটি ফুলের মধু খায়
লোক বলে
জানিয়েছেন ইহা অমৃত পান
মন্থনে তো কূট হলাহল আসে
ভোমরাকে বলি ওই হলাহল আমাকে দিও
জানি অসুর ও দেবতা দুইই এই আমি

কল্লোল

শুভেশ চৌধুরী

কল্লোল কোন নির্দিষ্ট যুগ হয় না
তার ঢেউ খেলে যায় সবসময়
স্থির থাকতে দেয় না
আমার কল্লোল আমার হাত ধরে
প্রতিটি মুহূর্ত
যুগ
অতিক্রম করতে চায়