জল দাও জল খাবো
ব্রতীন বসু
আমাদের পাড়ায় একটা পাগল ছিল,
কেউ কাছে এলেই বলত, জল দাও জল খাবো।
কেউ জল দিলে গেলাসে ভাঁড়ে কিংবা বোতলে
ফেলে দিত জলটা
দিয়ে ছুঁড়ে দিত সজোরে পাত্রটা যে দিয়েছে তার দিকে
আমি দেখিনি, লোকমুখে শুনেছি
লুকিয়ে লুকিয়ে নাকি রাস্তার কলে জল খেত,
কেউ এলেই সরে যেত,
বলত জল দাও, জল খাবো।
এও নাকি এক ধরনের অভিমান,
এক এনজিও থেকে ডাক্তার এসে বলেছিল,
পাগলটা একদিন একটা পুকুরে ঝাঁপ দিয়েছিল
বলতে বলতে, জল দাও জল খাবো।