সদানন্দ সিংহের ছড়া

প্রমাদ

সদানন্দ সিংহ

বালাই ষাট, বালাই ষাট,
কী যে কর্ম করিস ভাই।
গাড়ি-ঘোড়া কত গেল,
মোড়ামুড়ির খেল হল,
ভক্তজনের তালি এল,
হুজুর যে তবু রেগে কাই।

এবার আবার শব্দছক,
রহস্য জানেন ভবানন্দ।
জলসা হল রমরমা,
বিউগল নিয়ে দামামা,
সেই সঙ্গে হলপনামা,
বাবু যে তবু বলেন মন্দ।

রূপনগরের রানি এলেন,
সঙ্গে রাজা মণিকান্ত।
গোল গোল্লা রসগোল্লা,
তারপর আরেক মহল্লা,
শেষে আবার ভীষণ হল্লা,
মশাই তবু কেন বিভ্রান্ত !